নড়াইলে ভুয়া “জুলাই যোদ্ধা” তালিকা নিয়ে ক্ষোভ: যাচাই-বাছাই করে প্রকৃতদের নাম পুনঃপ্রকাশের দাবিতে মানববন্ধন
নড়াইল সদর উপজেলার আদালত সড়কে রোববার (২৬ অক্টোবর) দুপুরে একটি সর্বস্তরের জন–সমাবেশে আয়োজিত মানববন্ধনে প্রতিবাদ জানানো হয়েছে, যেখানে দাবি করা হয়েছে পূর্বে প্রকাশিত জুলাই গণ‑অভ্যুত্থান–র “যোদ্ধা” তালিকা সংশোধন করে ভুয়া নাম অপসারণ ও প্রকৃত আগামী আন্দোলনকারীদের (জুলাই যোদ্ধাদের) নাম পুনরায় যাচাই-বাছাই করে প্রকাশ করার।