মিষ্টি কথার বিষ : পরিবার, সমাজ ও রাষ্ট্রে দ্বিচারিতার বিপদ!

একটি সর্পের দংশনের যন্ত্রণা যতটা তীব্র, তারচেয়েও বেশি যন্ত্রণাদায়ক হতে পারে কিছু মানুষের মুখনিঃসৃত ‘মিষ্টি’ কথা। এই কথাগুলো প্রথমে কোমল মনে হলেও, পরে তা হয়ে ওঠে ধ্বংসের আগুন। আজকের পরিবার, সমাজ এবং রাষ্ট্রব্যবস্থায় এই ধরনের মানুষদের অস্তিত্ব শুধু যে বিভ্রান্তি সৃষ্টি করছে তা-ই নয়, তারা ধীরে ধীরে পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধাবোধ ও সংহতির মূল ভিত্তিকে ভেঙে দিচ্ছে।