অর্জুন বৃক্ষ: প্রকৃতির হৃদরক্ষক ও পরিবারের প্রাকৃতিক চিকিৎসক

প্রকৃতির এমন কিছু গাছ আছে, যেগুলো শুধু ছায়া দেয় না-জীবন বাঁচায়। অর্জুন বৃক্ষ (টার্মিনালিয়া অর্জুন) তেমনই এক ওষুধি বৃক্ষ, যার ছাল, পাতা ও ফল মানুষ ও পরিবেশের জন্য এক অমূল্য আশীর্বাদ। প্রাচীনকাল থেকে আয়ুর্বেদ ও হোমিওপ্যাথিতে এটি হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও রক্তচর্বি নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়ে আসছে। আজও আধুনিক চিকিৎসা গবেষণায় অর্জুনের গুণাগুণ প্রমাণিত।