• 19 May, 2024

‘বেদের মেয়ে জোসনা’র আয় মাত্র ৭ কোটি, দাবি আজিজের

‘বেদের মেয়ে জোসনা’র আয় মাত্র ৭ কোটি, দাবি আজিজের

দেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে বেশি আয় ও ব্যবসা সফল সিনেমা বলা হয় ‘বেদের মেয়ে জোসনা’কে। মতিউর রহমান পানু পরিচালিত এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও চিত্রনায়িকা অঞ্জু ঘোষ।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের দাবি, ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমার আয় ছিল প্রায় ২০ কোটি টাকা। ওই সময় দেশের ১,২০০ টি সিনেমা হলে একযোগে প্রদর্শিত হয় এই ছবি।

তবে সিনেমাটি মুক্তির প্রায় ৩৪ বছর পর জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ জানালেন এক নতুন তথ্য। তার দাবি, ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমার প্রযোজকের নেট আয় মাত্র ৭ কোটি টাকা।’

আগামী ২৫ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে বিগ বাজেটের সিনেমা ‘এমআর-৯: ডু অর ডাই’। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার দাবি, এই ছবির বাজেট ৮৩ কোটি টাকা! যা ঢালিউডের ইতিহাসে সর্বোচ্চ।

বিষয়টি নিয়ে কথা বলতেই বুধবার (২ আগস্ট) নিজ বাসায় সাংবাদিকদের মুখোমুখি হন আজিজ। সেখানেই এই তথ্য দেন তিনি।

আজিজ বলেন, ‘আমাদের বক্স অফিস টার্গেট ৭০০ কোটি। এর মধ্যে নেট আয় টার্গেট ৩০০ কোটি। ইতোমধ্যে আমরা আমেরিকার একটি ওটিটির সঙ্গে ১০০ কোটি টাকায় রাইটস বিক্রির কথা বলে রেখেছি। এছাড়া নানা জায়গা থেকে আমরা আয় করবো। আর বাংলাদেশ থেকে আমাদের টার্গেট ৫ কোটি টাকা নেট আয়ের।’

এসময় ‘বেদের মেয়ে জোসনা’র প্রসঙ্গে টেনে আজিজ বলেন, “বাংলাদেশে হয়তো বাজেটের ৫ শতাংশও উঠে আসবে না। আসলে তো ওতো বড় মার্কেট না, আমি ৮০ কোটি টাকা ব্যবসা করবো। বাংলাদেশে ‘বেদের মেয়ে জোসনা’র পরে কোনো ছবিই ৫ কোটি টাকার বেশি পায় নি। ‘বেদের মেয়ে জোসনা’ সম্পর্কে আজকে জেনে রাখেন, ছবিটির প্রযোজকের শেয়ার (আয়) ছিল ৭ কোটি টাকা। আব্বাস ভাই (আব্বাস উল্লাহ) ও পিনু ভাই (মতিউর রহমান পিনু) প্রত্যেকে সাড়ে ৩ কোটি টাকা করে পেয়েছে। এটা পিনু ভাই নিজ মুখে আমাকে বলে গেছে।”

আবদুল আজিজের এ বক্তব্যে যে দুজনের নাম নিয়েছেন তারা উভয়ে এখন মৃত। যার কারণে এ বক্তব্যর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।