• 02 May, 2024

এতিম শিশুদের মুখে হাসি ফোটালেন শিফা

এতিম শিশুদের মুখে হাসি ফোটালেন শিফা

পথেঘাটে, রেলস্টেশনসহ বিভিন্ন জায়গায় প্রায়ই চোখে পড়ে অসহায় ও এতিম শিশুদের। অন্যসব শিশুদের মতো তাদের জীবনে আনন্দের ছোঁয়া নেই বললেই চলে। সামনে ঈদুল ফিতর।

এই উৎসবকে ঘিরে রয়েছে শিশুদের নতুন জামা কেনার হৈ হুল্লোড়। প্রত্যেক মা বাবাই তার সন্তানের জন্য ঈদে নতুন জামা কেনার চেষ্টা করেন তবে অসহায় এতিম শিশুদের নতুন জামা তো দূরের কথা ভালো খাবারও অনেক সময় ভাগ্যে জুটে না। সেই এতিম শিশুদের চোখে মুখে হাসি ফোটালেন ১৩ বছর বয়সী মেধাবী শিশু আরাবী বিনতে শফিক শিফা। 

অসহায় এতিম শিশুদের ঈদ উপহার হিসেবে উন্নতমানের নতুন জামাকাপড়, ভালো খাবার যেমন সেমাই, চিনি, দুধ, তেল, পোলাওয়ের চালসহ অন্যান্য খাদ্যসামগ্রী পোঁছে দেন ক্ষুদে লেখক, গবেষক ও প্রোগ্রামার আরাবী বিনতে শফিক শিফা।

ঈদে এমন উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অসহায় এবং এতিম শিশুরা। তাদের অনুভূতি জানতে চাওয়া হলে তারা জানায়, এমন উপহার পাইয়া আমরা ম্যালা খুশি হইছি,  কেউ কোনোদিন এতো ভালা উপহার দিছে না। আর নতুন জামা কাপড় তো জীবনেও পরছি না, নতুন কাপড় ও পরতে পারুম আবার ভালা খাবারও খাইতে পারুম।

এভাবেই দেশের বিভিন্ন স্থানের এতিম শিশুদের চোখে মুখে হাসি ফোটান শিশু শিফা। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, যে বয়সে শিশুরা নিজের জন্য ঈদের জামা নিয়ে হৈ হুল্লোড়ে ব্যস্ত থাকে সেই বয়সে শিফা অসহায় শিশুদের কথা ভেবেছে এবং তাদের কাছেও ঈদ আনন্দ পৌঁছে দিয়েছে।

তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, আমাদের তো মা বাবা আত্মীয় পরিজন সব আছে কিন্তু এতিম শিশুদের আপনজন নেই তাই তাদের আবদারেরও কোনো জায়গা নেই। এতিম শিশুরা যেন আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারে এজন্য এমন উদ্যোগ নিয়েছি আমি।

আরাবী বিনতে শফিক শিফা থ্রিতে পড়াকালীন সময়ই নির্মাণ করেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন নির্ভর অ্যাপ এক পলকে শেখ হাসিনা। তারপর মাত্র ৯ বছর বয়সে অর্জন করে জাতীয় পুরস্কারসহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার। কোভিড-১৯ এর সময় যে শিশুরা ডিভাইসের অভাবে অনলাইন ক্লাস করতে পারেনি শিফা তার পুরস্কারের প্রাপ্ত অর্থ দিয়ে তাদের মাঝে ডিভাইস বিতরণ করে।

পঞ্চম শ্রেণিতে পড়ার সময় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশে নির্মাণ করে অদম্য শেখ রাসেল অ্যাপ। অ্যাপটি শেখ রাসেলকে নিয়ে নির্মিত প্রথম অ্যাপ।এটি এখন আইসিটি ডিভিশনের অ্যাকাউন্টে গুগল প্লে স্টোরে রয়েছে। ইতিমধ্যে অ্যাপটি ১০ হাজার+ ডাউনলোডের মাইলফলক স্পর্শ করেছে। মাত্র দশ বছর বয়সে প্রকাশিত হয় শিশু শিফার লেখা প্রথম বই এক পলকে শেখ হাসিনা Sheikh Hasina at a glance । বইটি তার নির্মাণ করা এক পলকে শেখ হাসিনা অ্যাপের আলোকে লেখা। শিফার লেখা প্রথম বইয়ের মোড়ক উন্মোচন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শিফা বইটি হাওর অঞ্চল এবং পথশিশুসহ প্রায় সারা দেশে পৌঁছে দিয়েছে নিজ অর্থে। 

শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষ্যে অদম্য শেখ রাসেল অ্যাপের আলোকে প্রকাশিত হয়েছে শিফার লেখা দ্বিতীয় বই অদম্য শেখ রাসেল Indomitable Sheikh Russel। অদম্য শেখ রাসেল বইটি যৌথভাবে মোড়ক উন্মোচন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন। তাছাড়াও ২০২৩ সালের আগস্টে প্রকাশিত হয়েছে শিফার লেখা নতুন বই দুর্দম্য সুলতানা কামাল খুকী। এই বইটি বঙ্গবন্ধুর পুত্রবধূ, কিংবদন্তী নারী ক্রীড়াবিদ সুলতানা কামাল খুকীকে নিয়ে লেখা প্রথম বই। ২৯ আগস্ট ২০২৩ সন্ধ্যা ৭টায় বাংলা একাডেমিতে সম্মিলিতভাবে দুর্দম্য সুলতানা কামাল খুকী বইয়ের মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমির সভাপতি প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আরমা দত্ত এমপি এবং বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নূরুল হুদা। 

ভবিষ্যতেও অসহায় এতিম শিশুদের জন্য কাজ করার ইচ্ছে রয়েছে শিফার। এতিম ও অসহায় শিশুদের পাশে সবসময় থাকার অঙ্গীকার করেছেন তিনি।