• 16 Jun, 2024

হেরে গিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ করছেন তুফান : আজিজুর রহমান ভূঁইয়া

হেরে গিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ করছেন তুফান : আজিজুর রহমান ভূঁইয়া

স্টাফ রিপোর্টার ॥ গত ২১ মে অুনষ্ঠিত নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে পরাজিত প্রার্থী তোফায়েল মাহমুদ তুফানের বিভিন্ন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বিজয়ী প্রার্থী আজিজুর রহমান ভূঁইয়া।

আজ (২৩ মে) বৃহস্পতিবার সকাল ১১টায় নড়াইল শহরের মহিষখোলা এলাকায় বিজয়ী প্রার্থীর বাসভবনের সন্নিকটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত বুধবার সংবাদ সম্মেলনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তোফায়েল মাহমুদের বিভিন্ন অভিযোগ উত্থাপনের পর আজ তিনি এ সংবাদ সম্মেলন করেন।  

04-8.jpgসংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন নড়াইল সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা অ্যাড. সোহরাব হোসেন বিশ্বাস, সদও উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান নাজনিন সুলতানা রোজি, মুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী, বাঁশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ফকির, কলোড়া ইউনিয়নের চেয়ারম্যান আশীষ বিশ্বাস, আউড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এসএম পলাশ, শাহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, হবখালি ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান, ভদ্রবিলা ইউনিয়নের চেয়ারম্যান মো: সজিব মোল্যাসহ বিভিন্ন ইউনিয়নের সমর্থকবৃন্দ।

03-5.jpgসংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আজিজুর রহমান ভূঁইয়া বলেন, গত ২১ মে নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে জনগণের রায়ে আনারস প্রতীক নিয়ে আমি নির্বাচিত হই। কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তোফায়েল  মাহমুদ তুফান তার পরাজয় মেনে নিতে না পেরে নির্বাচনের পরের দিন ২২মে বিকালে নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করার জন্য উদ্দেশ্যমূলকভাবে নির্বাচন সম্পর্কে এবং আমার বিরুদ্ধে বিভিন্ন নেতিবাচক বক্তব্য ও তথ্য উপাত্ত মিডিয়ার সামনে তুলে ধরেন। তুফান কিছু ভোটকেন্দ্র সম্পর্কে যে অভিযোগ তুলেছেন তা সম্পূর্ণ অসত্য, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আমি এ ধরনের অসত্য, কাল্পনিক, মনগড়া বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে আজিজুর রহমান ভূঁইয়া আরো বলেন, নির্বাচনের দিন তুফান সন্ত্রাসীদের দিয়ে বাড়ি বাড়ি গিয়ে আমার কর্মী-সমর্থকদের হত্যা ও গ্রামছাড়া করার হুমকি দিয়েছেন। যার ভিডিও ফুটেজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেওয়া আছে। এর আগে আমার নির্বাচনী প্রচারণায় জাতীয় সংসদের মাননীয় হুইপ নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজাকে জড়িয়ে রিটার্নিং অফিসারের নিকট তথ্য প্রমাণহীন, মনগড়া, অসত্য, ভিত্তিহীন অভিযোগ করেন তুফান।

এ সময় আজিজুর রহমান অভিযোগ করে বলেন, নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি কর্তৃক প্রভাব খাটিয়ে বাসভরে খুলনাতে আমার কর্মী-সমর্থকদের ডেকে নিয়ে নানা ধরনের উপহার উপঢৌকন প্রদান ও ভয়ভীতি দেখানো হয়েছে, যার প্রমাণ আমাদের কাছে আছে।  

ঘটনা এখানেই শেষ নয়, কল্পিত বয়ানবাজ, নীরব সন্ত্রাসী তুফানের ইতিহাস সকলে জানে। তিনি অন্যায় করার পর পুলিশ সদস্য আইন প্রয়োগ করতে গেলে পুলিশের উপর সন্ত্রাসী আক্রমনের ঘটনা আপনাদের সকলেরই জানা।

তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগের দিনের রাতে একজন জনপ্রতিনিধির গাড়ি ব্যবহার করে আমার সমর্থক ও ভোটারদের উপর নানাভাবে ভয়ভীতি ও টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা চালিয়েছেন এবং নির্বাচনের দিন সিবানন্দপুর ভোটকেন্দ্রের বুথের কাপড় ছিড়ে ফেলার চেষ্টা করেন এই সন্ত্রাসী প্রকৃতির চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহমুদ তুফান।

আজিজুর রহমান ভূঁইয়া বলেন, চূড়ান্ত পর্যায়ের ফলাফলে হেরে গিয়ে তোফায়েল মাহমুদ মিডিয়ার সামনে উদ্দেশ্যমূলকভাবে ভিত্তিহীন, অসত্য, কল্পিত তথ্য উপস্থাপন করেছেন। নির্বাচনে পরাজয় মেনে নিতে না পেরে তিনি উদ্দেশ্যমূলকভাবে এসব কাল্পনিক তথ্য উপস্থাপন করেছেন। এসব ভিত্তিহীন, অসত্য, মনগড়া তথ্য উপস্থাপনের উদ্দেশ্য একটি শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন ও নির্বাচন কমিশনকে বিতর্কিত করা ছাড়া আর কিছু নয়।

সংবাদ সম্মেলনে তিনি প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় পর্যায়ের রিটার্নিং অফিসার, জেলা উপজেলা নির্বাচন অফিসার ও কর্মচারীবৃন্দ, নির্বাচনের প্রতিটি ভোটকেন্দ্রে যারা নিয়োজিত ছিলেন, এজেন্ট, ভোটার ও সাংবাদিকদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সুষ্ঠু ও শান্তিপূর্ণ একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য।  

এছাড়া সংবাদ সম্মেলনে কয়েকটি ভোটকেন্দ্রে উল্লেখযোগ্য হারে ভোট কাস্ট হওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজয়ী চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া বলেন, আমার এলাকার ভোটকেন্দ্রগুলোতে নির্বাচন নিয়ে মানুষ অনেক বেশি উজ্জীবিত ছিল। ফলে কেন্দ্রে ভোটারদের উপস্থিতিও ছিল বেশি।

ভোট ম্যানুপুলেশন ও ভোট কাটা সম্পর্কে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে আজিজুর রহমান বলেন, তুফানের এ অভিযোগ সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও বানোয়াট। যদি এমন হতো তাহলে তিনি নির্বাচনের দিন রিটার্নিং অফিসারের নিকট জানাতে পারতেন। তিনি নির্বাচনে হেরে গিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব অভিযোগ উত্থাপন করেছেন।

02-12.jpgসংবাদ সম্মেলনে গোবরা সরাকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আনারস প্রতিকের এজেন্ট সৈয়দ ওয়াজেদ আলী অভিযোগ করে বলেন, আমার বাড়িতে ঘোড়া প্রতিকের সমর্থক সিংগশোরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কতিপয় সন্ত্রাসী লোকজন নিয়ে আমার পরিবারের সদস্যদের হুমকি গালাগালি সহ তার হাত-পা ভেঙ্গে দেয়া হবে বলে শাসিয়ে যায়।