• 30 Apr, 2024

খুলনা বিভাগীয় দুদক পরিচালকের সাথে মতবিনিময়

খুলনা বিভাগীয় দুদক পরিচালকের সাথে মতবিনিময়

খুলনা বিভাগীয় দুদকের নবাগত পরিচালক জালাল উদ্দিন আহম্মেদ এর সাথে যশোর ও নড়াইল জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় ও পরিচিতি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোর এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। 

এতে সভাপতিত্ব করেন দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো: আল আমিন। 

প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের নবাগত পরিচালক জালাল উদ্দিন আহম্মেদ। 

img-20240215-141214.jpgঅন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান, যশোর প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক বিনয় কৃঞ্চ মল্লিক, লোহাগড়া প্রতিরোধ কমিটির সহসভাপতি কবির হোসেন প্রমুখ। 

img-20240215-133949.jpgএ সময় বক্তরা বলেন, প্রতিটি জেলা ও উপজেলা পর্যায় গণশুনানি, ঝটিকা অভিযান পরিচালনা, পরিচালককেও জেলা ও উপজেলা পরিদর্শন করা, পরিচয়পত্র, ঝটিকা অভিযান পরিচালনা,গবেষণা সেল করা, অনুসন্ধানী তথ্য প্রেরণের জন্য প্রশিক্ষণ দেয়া, উপজেলা ও জেলা পর্যায়ে যেখানে দুর্নীতি হয় সেখানে দুদকের কর্মকর্তারা গিয়ে আলোচনার উদ্যোগ গ্রহণ করা, দুদক মামলা গুলোর মনিটরিং করা, শিক্ষার্থীদের সচেতনতা কার্যক্রম জোটদার করা, সরকারি কর্মকর্তাদের চাকুরীর শুরু ও অবসর যাওয়ার সময় সম্পদের বিববরণ নেয়ার ব্যবস্থা নেয়া