• 15 May, 2024

লিটনকে এশিয়া কাপে পাঠানোর ভাবনায় বিসিবি

লিটনকে এশিয়া কাপে পাঠানোর ভাবনায় বিসিবি

গেল বুধবার খবর এসেছিল জ্বরের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে পড়েছেন লিটন দাস। বদলি হিসেবে সেই দিনই শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছেড়েছিলেন নতুন করে ডাক পাওয়া ক্রিকেটার এনামুল হক বিজয়। এরপর গত বৃহস্পতিবারই জানা গেল ভিন্ন খবর। ক্রিকেট মহলে খবর, এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ দল জায়গা করে নিলে দলের সঙ্গে যোগ দিতে পারেন লিটন।

গ্রুপ পর্বের বাধা পেরিয়ে বাংলাদেশ দল এখন নিশ্চিত করেছে সুপার ফোর। যেখানে টাইগারদের প্রতিপক্ষ রয়েছে ভারত-পাকিস্তানের মতো বড় দল। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু দেশের জাতীয় এক দৈনিককে লিটনের এশিয়া কাপে যাওয়া নিয়ে বলেছেন, 'লিটন সুস্থ আছে। তাকে পাঠানো যায় কিনা সেটা নিয়ে আমরা আলাপ করছি। কারণ ওখানেও অনেকগুলো খেলোয়াড়ের ইনজুরি কনসার্ন আছে।'

এর আগে জ্বর থেকে পুরোপুরি সুস্থ হলে লিটনকে আবার দলে অন্তর্ভুক্ত করা হবে, এমন কথাই জানিয়েছিলেন প্রধান নির্বাচক নান্নু। সে সময় বিসিবির প্রধান এই নির্বাচক বলেন, ‘লিটন সুস্থ হয়ে উঠলে আমরা তাকে পাঠাব। দল সুপার ফোরে গেলে সে যোগ দেবে।’

গত বুধবার অবশ্য বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, লিটন ছিটকে পড়েছেন পুরো এশিয়া কাপ থেকেই। যে কারণে বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটার বিজয়কে। যিনি ইতোমধ্যে দলের সঙ্গে অবস্থান করছেন।