• 19 Nov, 2025

নড়াইলে বিদ্যালয়ে যাওয়ার পথে নবম শ্রেণির ছাত্রী নিখোঁজ

নড়াইলে বিদ্যালয়ে যাওয়ার পথে নবম শ্রেণির ছাত্রী নিখোঁজ

নড়াইলকণ্ঠ: নড়াইলের কালিয়া উপজেলায় দিমা ইসলাম (১৪) নামে নবম শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হয়েছে। সে কালিয়া উপজেলার বাঁকা গ্রামের শিকদার শরিফুল ইসলাম ও নিলুফা বেগমের মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ৯টার দিকে দিমা নিজ বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এরপর থেকে সে আর বাড়িতে ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ দিমা কালিয়া পিয়ারী মংকর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। পরিবার ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার খোঁজ পায়নি।

এ ঘটনায় দিমার বাবা শিকদার শরিফুল ইসলাম শুক্রবার কালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
দিমার মা নিলুফা বেগম বলেন, “আমার মেয়ে খুবই সহজ-সরল। সেদিন স্কুলে যাওয়ার কথা বলে বের হয়েছিল, তারপর থেকে আর ফিরে আসেনি। আমরা খুব চিন্তায় আছি।”

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “নিখোঁজের বিষয়ে আমরা দেশের বিভিন্ন স্থানে তথ্য পাঠিয়েছি। মেয়েটিকে উদ্ধারে পুলিশ সর্বাত্মক তৎপরতা চালাচ্ছে।”

এদিকে, দিমা ইসলামের সন্ধান পেলে নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে কালিয়া থানা পুলিশ। 
যোগাযোগ: অফিসার ইনচার্জ (ওসি), কালিয়া থানা- ০১৩২০-১৪৬১৯৫, তদন্তকারী কর্মকর্তা এসআই (নি:) প্রসেনজিৎ ঘোষ -০১৯২৫-৫৩৪৬৭৮।