• 16 May, 2024

নড়াইলে দু’দিনব্যাপী বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নড়াইলে দু’দিনব্যাপী বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নড়াইলে দু’দিনব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা (অনূর্ধ্ব-১৭)-২০২৩ উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে আজ সকাল ১০টায় নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ  স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) শাশ্বতী শীলের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরী জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন।  

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার, নড়াইল পৌর মেয়র আনজুমান আরা, সদরের ইউএনও, জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামান, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা মহিলা ক্রীড়া  সংস্থার সাধারণ সম্পাদক রাবেয়া ইউসুফ, বীর মুক্তিযোদ্ধ সাইফুর রহমান হিলু, কাউন্সিলর রেজাউল বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি, কোষাধক্ষ্যসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী খেলায় বালিকা বিভাগে অংশ নেয় নড়াইল সদর বনাম লোহাগড়া বালিকা অনূর্ধ্ব-১৭ খেলা অনুষ্ঠিত হয়।  
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন নড়াইল জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্দুর রশীদ মন্নু। খেলার রেফারির দায়িত্ব পালন করেন তুহিন।