• 13 May, 2024

নড়াইলে রাইস ট্রান্সপ্লান্টার’র মাধ্যমে ধানের চারা রোপণ উদ্বোধন

নড়াইলে রাইস ট্রান্সপ্লান্টার’র মাধ্যমে ধানের চারা রোপণ উদ্বোধন

নড়াইল সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবি ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় বোরো ধান চাষে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ৫০ জন কৃষকের ৫০ একর জমিতে চারা রোপণের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) সকালে শাহাবাদ ইউনিয়নের আলোকদিয়া ব্লকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: রোকনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপপরিচালক কৃষিবিদ দীপক কুমার রায়।

এ সময় তিনি বলেন, এ কার্যক্রমে কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে এক সাথে ফসল রোপন ও একসাথে ফসল কর্তন সবকিছু যন্ত্রের মাধ্যমে সম্পূর্ন করা হচ্ছে। স্থানীয় কৃষি বিভাগ থেকে যাবতীয় বীজ সার ও কারিগরি সহযোগীতা দেয়া হবে যাতে কৃষকগণ ভবিষ্যতেও কৃষিতে যন্ত্রের ব্যবহারে উৎসাহিত হয় এবং কৃষি নির্ভর বাংলাদেশ গঠন স্মার্ট কৃষিতে পদার্পন করে এবং দেশ কৃষিতে সমৃদ্ধশালী হয়।

এ সময় উপস্থিত ছিলেন শাহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো: জিয়াউর রহমান, বিশিষ্ট সমাজসেবক মো: মনিরুজ্জামান রোজসহ কৃষকরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপসহকারি কৃষি অফিসার শাকিল আহমেদ।