• 15 May, 2024

বিপদ-আপদ হলে পুলিশ সব সময় আমাদের পাশে থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিপদ-আপদ হলে পুলিশ সব সময় আমাদের পাশে থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগে আমরা ছোট বেলায় পুলিশ দেখলে ভয় পেতাম। আর এখন পুলিশ আমাদের বন্ধু হয়ে পাশে দাঁড়িয়েছে। পুলিশ দেখলে মনে হয় আমাদের বিপদ-আপদ হলে তারা আমাদের পাশে থাকবে।

বঙ্গবন্ধু যে পুলিশের স্বপ্ন দেখতেন, আজকের পুলিশ সেই পুলিশে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেস স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে পুলিশ জনগণের বন্ধু হিসেবে দাঁড়িয়েছে। জনগণ কীভাবে আরও নিরাপদ থাকবে, পুলিশ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বুধবার (৩১ জানুয়ারি) রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজে আয়োজিত চকলেট উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্কুল-কলেজের সোনামণিদের জন্য তারা (ডিএমপি) চকলেট নিয়ে এসেছে। আগামীকাল ডিএমপির ৪৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এ কার্যক্রম। তারা জনগণকে ভালোবাসে, ভবিষ্যৎ প্রজন্মকে ভালোবাসে এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে চায়। সেই ইচ্ছার প্রতিফলন আজকের এই আয়োজন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে আজকে পুলিশ জনগণের বন্ধু হিসেবে গড়ে উঠেছে। আমরা দেখেছি কোভিডের সময় ছেলে তার মায়ের হাসপাতালের বেডে ফেলে চলে গেছে। এই পুলিশ সেই সময়ের মৃত মানুষদের দাফন কাফন করেছে। এই পুলিশ সেই পুলিশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পুলিশের স্বপ্ন দেখতেন। পুলিশ জনগণের বন্ধু হিসেবে চেয়েছিলেন। আজকের ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পূর্ণাঙ্গ একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা যেভাবে জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, সেভাবে তোমাদেরও যুদ্ধ করতে হবে। তোমাদের যুদ্ধ হবে অন্যায়ের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, অপপ্রচারের বিরুদ্ধে ও গুজবের বিরুদ্ধে।

ডিএমপি কমিশনার বলেন, নৈতিকতার পক্ষে থেকে সব অপকর্মের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আমাদের জীবন গড়ার পাশাপাশি এই দেশটাকে আরো সুন্দর করে গড়ে তুলবো আমরা।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এই দেশ ২০৪১ সালে উন্নতি দেশে পরিণত হবে। তিনি সেভাবেই এ দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা আমাদের দেশকে ২০৪১ সালের উন্নত দেশের কাতারে নিয়ে যাবো। আমরা সবাই ভালো থাকবো এবং একটি সুষ্ঠু ও সুন্দর দেশ গড়ে তুলবো। একটি মর্যাদাশীল দেশ হিসেবে সারা বিশ্বে আমাদের অবস্থান তৈরি করবো।