• 14 May, 2024

তেজগাঁওয়ে বস্তির আগুন নিয়ন্ত্রণে, কাজ করছে ১৩ ইউনিট

তেজগাঁওয়ে বস্তির আগুন নিয়ন্ত্রণে, কাজ করছে ১৩ ইউনিট

রাজধানীর তেজগাঁও এলাকার বিএফডিসি গেইট সংলগ্ন মোল্লাবাড়ি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী— আগুন নেভাতে সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।

শুক্রবার দিবাগত রাত ৩ টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।  বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তেজগাঁওয়ে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

তিনি জানান, তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশে মোল্লাবাড়ি বস্তিতে আগুন লাগার খবর আসে রাত ২টা ২৩ মিনিটে। এর কয়েক মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সদস্যরা। প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় ৩টা ৪০মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সদস্যরা। তেজগাঁও, মোহাম্মদপুর, সিদ্দিকবাজার ও মিরপুর ফায়ার স্টেশন থেকে একাধিক ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও নেভাতে এখনো কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। সর্বশেষ ১৩টি ইউনিট সেখানে অবস্থান করছে।

তবে তাৎক্ষণিকভাবে তিনি কোনো হতাহতের তথ্য এবং আগুন লাগার কারণ জানাতে পারেননি।