• 20 May, 2024

রাজনীতি ও দেশ পরিচালনা নিয়ে নতুন ভাবনা-২

রাজনীতি ও দেশ পরিচালনা নিয়ে নতুন ভাবনা-২

বেগম পাড়া আছে কিন্তু ভাতার পাড়া নাই, অথচ ভাতারের টাকায় নাকি বেগম পাড়া হয়েছে। আহারে ভাতারের কি দুঃখ? অবিলম্বে অর্থপাচারের প্রতিকার কি? ভাতার স্বামীকে বুঝায়।

বর্তমান আমরা  ৯০ ভাগ  মানুষ শোষিত শ্রেণির লোক। হ্যাঁ এর মধ্যে আমিও একজন। হয়তো আপনি গায়ে রামাবলি পরে আমাদের রক্ত চুষে যাচ্ছেন আমাদের মাথায় হাত বুলিয়ে। তস হলে বুঝা গেলো দেশের সমাজ ব্যবস্থা বর্তমানে স্পষ্টত: দুটি ভাগে বিভক্ত। একটি শাসিত ও অপরটি শোষিত। শোষিত শ্রেণির ৯০ ভাগের মধ্যে রয়েছে কৃষক ৭০ ভাগ, শ্রমিক ২০ ভাগ। ১০ ভাগ ব্যক্তি ব্যবসায়ী, রাজনীতিবিদ ও বিভিন পেশাজীবী। এই ১০ ভাগ লোক ৯০ ভাগ লোকদেরকে শোষন, শাসন, সন্ত্রাস, ঘুষ, দুর্নীতি, অর্থপাচার, ভোগবিলাস ইত্যাদি কুকর্মে লিপ্ত। ৯০ ভাগ মানুষের সম্পদ ১০ ভাগ লোকের দখলে। এখন ৯০ ভাগ শোষিত জনতা নিজেদের সম্পদ লুটেরাদের রুখার এখন সময়ের দাবী। এখন প্রশ্ন কিভাবে? ৯০ ভাগ লোক ফসল ফলায়, শ্রম বিক্রি করে; কঠোর পরিশ্রম করে বৈদেশিক মূদ্রা দেশে আনে। কিন্তু ১০ ভাগ লোক অঢেল বিলাসীতা করে এবং বিদেশে মুদ্রা পাচার করে বেগম পাড়ায় থাকে। প্রতিকার কি?

এমনটি বিশ্লেষণ করেছেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট মো:  আফাজুল হক।

- অ্যাডভোকেট মোঃ আফাজুল হক
চেয়ারম্যান, বাংলাদেশ গ্রামীণ পার্টি
ঠাকুরগাঁও-২
জাতীয় সংসদীয় আসন নং- ৪