• 17 May, 2024

টেলিযোগাযোগ অধিদপ্তরের অংশীজন সভা ১১ ডিসেম্বর

টেলিযোগাযোগ অধিদপ্তরের অংশীজন সভা ১১ ডিসেম্বর

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন টেলিযোগাযোগ অধিদপ্তরের সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে ২য় ত্রৈমাসিক সভা আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রোববার (৩ ডিসেম্বর) বিকেলে অধিদপ্তরের পরিচালক মো. মফিজ উদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, টেলিযোগাযোগ অধিদপ্তর ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা বাস্তবায়নে বেশ কিছু কর্মপরিকল্পনা হাতে নিয়েছিল। এরই অংশ হিসেবে সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনের অংশগ্রহণে একটি সভা আগামী ১১ ডিসেম্বর (সোমবার) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। এতে অধিদপ্তরের মহাপরিচালক সভাপতিত্ব করবেন।

সভায় অনলাইন প্ল্যাটফর্ম জুমে যুক্ত হয়েও (জুম আইডি : 992 473 1924, পাসওয়ার্ড : 123456 ) অংশ নেওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সভার সিটিডিআর সিস্টেম, কর্মচারীদের পদোন্নতি, অনুশাসনমালা অংশীজনদের অবহিতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।

তাই সভাটিতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর ২ জন, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ১ জন, টেলিফোন শিল্প সংস্থা লিমিটেডের ১ জন এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এর ১ জনসহ সংশ্লিষ্ট অংশীজনদের উপযুক্ত প্রতিনিধিকে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।