• 17 May, 2024

‘উপজেলা দিবস’ উপলক্ষে নড়াইলে জাতীয় পার্টির আলোচনাসভা

‘উপজেলা দিবস’ উপলক্ষে নড়াইলে জাতীয় পার্টির আলোচনাসভা

‘উপজেলা দিবস’ উপলক্ষে নড়াইল জেলা জাতীয় পার্টির উদ্যোগে আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে গাজী  আলী করিম সুপার মার্কেটে জেলা পার্টির কার্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সৈয়দ ওয়াহিদুল ইসলাম তরুণ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিতি ছিলেন কালিয়ার জাপার আহবায়ক রবিউল ইসলাম, লোহাগড়া উপজেলা জাপার আহবায়ক আকতারুজ্জামান, লোহাগড়ার যুগ্ম আহবায়ক মো: শওকত আলী, নড়াইল জেলা যুবসংহতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুক্ত, নড়াইল জেলা জাতীয় তরুণ পার্টির সাধারণ সম্পাদক বদিয়ার রহমান প্রমুখ।  

উল্লেখ্য, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সফল রাষ্ট্রপতি মরহুম পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ প্রশাসন বিকেন্দ্রীকরণের অনন্য সৃষ্টি ‘উপজেলা ব্যবস্থা প্রবর্তন’। হুসেইন মুহম্মদ এরশাদ এর আমলে ১৯টি মহকুমাকে ৬৪টি জেলায় রূপান্তর এবং ৬৪টি জেলায় ৪৬০টি উপজেলা গঠন করা হয়। ১৯৮২ সালের ৭ মার্চ এক অধ্যাদেশ জারির মাধ্যমে ১৯৮৪ সালের ২৩ অক্টোবর ৪৬০ উপজেলা পরিষদ প্রতিষ্ঠা করেন তিনি।