• 22 May, 2024

উত্তরা প্রেসক্লাব’র সভাপতি রাসেল, সাধারন সম্পাদক দেলোয়ার

উত্তরা প্রেসক্লাব’র সভাপতি রাসেল, সাধারন সম্পাদক দেলোয়ার

স্টাফ রিপোর্টার- জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন করা হয়েছে উত্তরা প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটি ২০২৪-২৫ সালের বার্ষিক নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো: রাসেল খান (দৈনিক মানবকণ্ঠ) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো: দেলোয়ার হোসেন (দৈনিক যুগান্তর) ।

 মঙ্গলবার সন্ধ্যায় উত্তরা তিন নম্বর সেক্টর দলিপাড়া পাকার মাথায় অস্হায়ী প্রেসক্লাব প্রাঙ্গণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের বার্ষিক নির্বাপনে পেশাদার সাংবাদিকদের নিয়ে ২০২১ সালে যাত্রা শুরু করেন উত্তরা প্রেসক্লাব। সাংবাদিকদের পেশাগত দক্ষতা, অধিকার আদায় ও সুরক্ষা, ক্লাবের অবকাঠামো উন্নয়ন এবং ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় নিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ১১৪ জন সদস্যদের নিয়ে উত্তরা প্রেসক্লাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া ১৩ সদস্য বিশিষ্ট নির্বাচিত কমিটির বাকীরা হলেন, সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ মাসুম হায়দার, সাংগঠনিক সম্পাদক,স্বপন রানা সোহেল ,অর্থ সম্পাদক ডি এম শাহিন ,দপ্তর সম্পাদক যোবায়ের হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ হৃদয় খান, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুনুর রশীদ রানা, মহিলা বিষয়ক সম্পাদক সানজিদা রুমা, কার্যকরী সদস্য (১) জেমস্ একে হামিম, কার্যকরী সদস্য (২) মোঃ মিজানুর রহমান অভি,কার্যকরী সদস্য (৩) তানজিম মাহামুদ তনু। উত্তরা প্রেসক্লাব’র এর সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এবং নির্বাচন কমিশন বাংলাদেশ সংবাদ সংস্হা (বাসস) সাংবাদিক মনির হোসেন জীবন ও উত্তরা প্রেসক্লাব’র এর সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এবং নির্বাচন কমিশন শেখ জুয়েল আনান্দ ফলাফল ঘোষনা করেন। কমিটি ঘোষনার পর সকল বিজয়ীদের গলায় ফুলের মালা দিয়ে বরন করে নেন উত্তরা প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা আহবায়ক কাজী রফিক, দৈনিক ইনকিলাব পত্রিকার সাবেক অপরাধ বিষয়ক বিটের ইনচার্জ রেজাউল ওয়াদূত, সিনিয়র সাংবাদিক আবুল হোসেন মৃধা, সিনিয়র সাংবাদিক ইয়াসিন মিয়া, বিজয় টিভির সিনিয়র ষ্টাফ রিপোর্টার মুস্তাফিজুর রহমান রুমন, সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা সহ উত্তরা প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ। ২০২৪-২০২৫ ইং নির্বাচনে নির্বাচিত ১৩ সদস্য কমিটি আগামী একবছর দায়িত্ব পালন করবেন।