• 16 May, 2024

ভোটের ফল গ্রহণ ও প্রকাশে প্রয়োজনীয় চাহিদা জানাবে কমিটি

ভোটের ফল গ্রহণ ও প্রকাশে প্রয়োজনীয় চাহিদা জানাবে কমিটি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয়ভাবে বেসরকারি ফলাফল গ্রহণ ও পরিবেশন কেন্দ্র স্থাপনের বিষয়ে কি কি সেবা গ্রহণের প্রয়োজন হবে তার চাহিদা নির্ধারণ করতে কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশনা দিয়েছে ইসি।

গত বৃহস্পতিবার ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথকে সভাপতি করে ১০ সদস্যের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয়ভাবে বেসরকারি ফলাফল গ্রহণ ও পরিবেশন কেন্দ্র স্থাপন কমিটি গঠন করেছে ইসি। 

এরপর ইসির অতিরিক্ত সচিব তিনদিনের প্রতিবেদন দিতে চার সদস্যের কমিটি গঠন করেছে। আর এই কমিটিকে আগামীকাল রোববারের মধ্যে প্রতিবেদন দিতে হবে।

 

কমিটির সদস্য যুগ্মসচিব মো. আবদুল বাতেন, সিনিয়র মেনটেইনেন্স ইঞ্জিনিয়ার ফারজানা আখতার, জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এবং সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞাকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশনা দিয়েছেন।